কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

খাদ্য ও পুষ্টি নিয়ে এই সাত ভুল কথা খুবই জনপ্রিয়

প্রথম আলো প্রকাশিত: ০৩ নভেম্বর ২০২৩, ১৭:০৪

⁣১. ঘুমাতে যাওয়ার আগে শর্করা খেলে তা চর্বিতে রূপান্তরিত হয়



শর্করা শর্করাই থাকে। সারা দিন শর্করা খেলে শরীর যেভাবে সেটাকে শক্তিতে রূপান্তরিত করে, রাতের বেলায়ও একই ঘটনা ঘটে।


২. খালি পেটে কার্ডিও করা ওজন কমানোর জন্য বেশি সহায়ক


খালি পেটে কার্ডিও করলে তা ওজন কমাতে বেশি সহায়ক—এই তথ্যের কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই। কিছু খেয়ে কার্ডিও করলেও যেমন ফল পাবেন, খালি পেটে করলেও একই ফল পাবেন।


৩. কোন খাবার কখন খাচ্ছেন, এর ওপর খাবারের পুষ্টি নির্ভর করে না


খাবারের সময় খুবই গুরুত্বপূর্ণ। আপনার শক্তির মাত্রা আর মেটাবলিজম সিস্টেমের ওপর খাবারের সময় আর কতটা বিরতিতে খাচ্ছেন, এর গভীর প্রভাব আছে।


৪. উদ্ভিজ্জ প্রোটিনে পুষ্টি কম


উদ্ভিজ্জ প্রোটিনেও সব প্রয়োজনীয় অ্যামিনো অ্যাসিড আছে। উদ্ভিজ্জ প্রোটিন খেয়েও আপনি একই রকম পেশি বানাতে পারবেন। ‘প্ল্যান্ট বেজড ডায়েট’ করেও আপনি শরীরে প্রোটিনের সব প্রয়োজন পূরণ করতে পারবেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও