শ্বাসকষ্ট বা বুকে ব্যথা কোন রোগের লক্ষণ
প্রথম আলো
প্রকাশিত: ০৩ নভেম্বর ২০২৩, ১২:৩৭
বর্তমান বিশ্বে হৃদ্রোগ এক নম্বর মরণব্যাধি হিসেবে চিহ্নিত। নানা ধরনের হৃদ্রোগ রয়েছে। এর মধ্যে একটি হচ্ছে ইস্কেমিক কার্ডিওমায়োপ্যাথি। এর ফলে হৃদ্যন্ত্র রক্ত ভালোভাবে পাম্প করতে পারে না।
বেশির ভাগ সময় করোনারি ধমনি রোগে হৃৎপিণ্ডের পেশিতে পর্যাপ্ত অক্সিজেনসমৃদ্ধ রক্ত পৌঁছাতে পারে না। ফলে হৃৎপিণ্ডের মারাত্মক ক্ষতি হয়। এই রোগে ওষুধে কাজ না হলে অস্ত্রোপচার দরকার হতে পারে।
ইস্কেমিক কার্ডিওমায়োপ্যাথিতে আক্রান্ত রোগীর হৃৎপিণ্ডের বাঁ ভেন্ট্রিকল দুর্বল এবং আকারে বড় হয়ে যায়। বাঁ ভেন্ট্রিকল হলো হার্টের প্রধান পাম্পিং চেম্বার। তাই দুর্বল বাঁ ভেন্ট্রিকল হার্টের রক্ত পাম্প করার ক্ষমতা কমিয়ে দেয়।
- ট্যাগ:
- স্বাস্থ্য
- হৃদরোগ
- শ্বাসকষ্ট
- বুকে ব্যথা