![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2023-11%252Fecf16a4d-9694-4090-b2d2-7603c93ea72b%252Fhimi_1.jpg%3Frect%3D0%252C0%252C522%252C294%26auto%3Dformat%252Ccompress%26fmt%3Dwebp%26format%3Dwebp%26w%3D900%26dpr%3D1.1)
অভিনেত্রী হোমায়রা হিমুর পাঁচ বছর আগে দেওয়া বক্তব্য ভাইরাল হলো যে কারণে
প্রথম আলো
প্রকাশিত: ০৩ নভেম্বর ২০২৩, ১২:০৬
গতকাল সন্ধ্যায় অভিনেত্রী হোমায়রা হিমুর মৃত্যুর খবরের পর থেকেই শোকস্তব্ধ দেশের বিনোদন অঙ্গন। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সহকর্মী থেকে সাধারণ দর্শক। তবে হোমায়রা হিমুর মৃত্যুর পর তাঁর আগে দেওয়া একটি বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
২০১৮ সালের ২২ মার্চ আরেক অভিনেত্রী তাজিন আহমেদ মারা যান। অভিনেত্রীর আকস্মিক মৃত্যুর পর সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করেছিলেন অনেকেই। সেই সময়ে নিজের ফেসবুকে কিছু কথা শেয়ার করেছেন হিমু।
তখন অভিনেত্রী বলেছিলেন, ‘আজ আমাদের মিডিয়া তাজিন আপুনিকে নিয়ে কত কথা বলছে। কিন্তু আপুনি যখন একা নিঃসঙ্গ অসহায় জীবন পার করছিল, তখন কেউ তাঁর পাশে এসে দাঁড়ায়নি।