পাকিস্তান-নিউজিল্যান্ডের সেমিতে ওঠার পথে কি বাগড়া দেবে বৃষ্টি
নিজেদের প্রথম চার ম্যাচ জিতে সেমিফাইনালে খেলার সম্ভাবনা উজ্জ্বল ছিল নিউজিল্যান্ডের জন্য। এরপর টানা তিন ম্যাচ হারায় কিউইদের সেরা চারে খেলার সম্ভাবনা কিছুটা ঝুঁকির মধ্যে পড়ে গেছে। অন্যদিকে হারের বৃত্তে ঘুরপাক খেতে থাকা পাকিস্তানের সেমিফাইনাল খেলার সম্ভাবনা বেড়ে গেছে। দুই দলের সেমিতে ওঠার লড়াইয়ে বাগড়া দিতে পারে বেরসিক বৃষ্টি।
বেঙ্গালুরুর চিন্নস্বামী স্টেডিয়ামে আগামীকাল বাংলাদেশ সময় সকাল ১১টায় মুখোমুখি হবে পাকিস্তান-নিউজিল্যান্ড। ভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী আবহাওয়ার পূর্বাভাস তেমন সুখকর কিছু বলছে না। অ্যাকু ওয়েদারের পূর্বাভাস বলছে, বেঙ্গালুরুতে আগামীকাল বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে ৬৫ শতাংশ। বেলা দেড়টায় (বাংলাদেশ সময়) বৃষ্টি শুরু হয়ে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত স্থায়ী হওয়ার সম্ভাবনা রয়েছে। যেহেতু সকাল ১১টায় ম্যাচ শুরু হবে, তাতে আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী প্রথম ইনিংসের মাঝামাঝি থেকে বৃষ্টি বাগড়া দেওয়ার সম্ভাবনা বেশি। এমনকি ম্যাচ বাতিলও হয়ে যেতে পারে।