গাবতলীতে যাত্রীদের উপচেপড়া ভিড়, বাস সংকটে ভোগান্তি
বিএনপি-জামায়াতের তিনদিনের অবরোধ শেষ হয়েছে আজ বৃহস্পতিবার। অবরোধের তিনদিন ঢাকা থেকে দূরপাল্লার বাস ছাড়েনি বলেলেই চলে। সে কারণে অবরোধ শেষ হওয়ায় গাবতলীতে যাত্রীর চাপ বেড়েছে। কিন্তু বাস সংকটের কারণে মিলছে না টিকিট। এতে ভোগান্তিতে পড়েছেন বিভিন্ন গন্তব্যের যাত্রীরা।
বৃহস্পতিবার (২ নভেম্বর) রাত ১১টার দিকে গাবতলীতে বাস কাউন্টারে গিয়ে এমন চিত্র দেখা যায়।
২৮ অক্টোবর ঢাকায় তিনটি বড় রাজনৈতিক দলের কর্মসূচিসহ অন্যান্য দলগুলোরও কর্মসূচি চিল। এরপর বিএনপি-জামায়াতের একদিনের হরতাল শেষে তিনদিনের অবরোধ কর্মসূচি। মূলত হরতাল এবং অবরোধের কারণে অনেক বাস বিভিন্ন জেলায় আটকা পড়েছে। বাসগুলো এখনো ঢাকায় এসে পৌঁছাতে পারেনি। ফলে বৃহস্পতিবার অবরোধ শেষে হলে গাবতলীতে দূরপাল্লার যাত্রীদের উপচেপড়া ভিড় জমে। ঢাকায় যে বাসগুলো আছে সেগুলো ছেড়ে যাচ্ছে, তবে যাত্রীর তুলনায় বাসের সংখ্যা অপ্রতুল।
- ট্যাগ:
- বাংলাদেশ
- ভোগান্তি
- বাস সংকট
- উপচে পড়া ভিড়