You have reached your daily news limit

Please log in to continue


আগুনের খবরে ছাড়েনি অনেক বাস, সন্ধ্যার অপেক্ষায় দূরপাল্লা

অবরোধের শেষ দিন দেখে ভোরে বাস নিয়ে সড়কে নামেন চালক ওমর ফারুক, কিন্তু উত্তরায় বাসে আগুন জ্বলতে দেখে তড়িঘড়ি করে চলে আসেন সায়দাবাদে।

চোখে-মুখে আতঙ্কের ছাপ নিয়ে গাজীপুর-সায়দাবাদ রুটে চলা বলাকা পরিবহনের এই চালক বলছিলেন, ‘চোখের সামনে বাসটা পুড়ে গেল’।

ওমর ফারুক জানান, বাসে আগুন দেখে গতি বাড়িয়ে দেন। সায়দাবাদ জনপথ মোড়ে এসে পৌঁছান সকাল সোয়া ৮টার দিকে।

তার কাছ থেকে ঘটনার বর্ণনা শুনে সায়দাবাদ জনপথ মোড়ে বলাকা পরিবহনের অন্য যে বাসগুলো অপেক্ষায় ছিল, সেগুলোও আর সড়কে নামেনি। রাস্তার পাশে সারি করে রেখে হরতাল-অবরোধে জীবন-ঝুঁকি নিয়ে বাস চালানোর আলাপই করছিলেন তারা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন