![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2023-11%252F9a2d8e21-6eb3-4c73-9e5d-e25e218d86de%252FOman.jpg%3Fauto%3Dformat%252Ccompress%26fmt%3Dwebp%26format%3Dwebp%26dpr%3D1.0%26q%3D70%26w%3D640)
শুধু বাংলাদেশিদের জন্য ভিসা স্থগিত করা হয়নি: ঢাকার ওমান দূতাবাস
শুধু বাংলাদেশের নাগরিকদের জন্য ওমানের ভিসা স্থগিত করা হয়নি বলে জানিয়েছে ঢাকায় ওমানের দূতাবাস। এ সিদ্ধান্ত ‘কোনোভাবেই রাজনৈতিক গতিপ্রকৃতির নয়’ বলেও দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়েছে।
আজ বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ঢাকার ওমান দূতাবাস আরও বলেছে, ভিসা স্থগিত করার বিষয়টি অন্যান্য দেশের জন্যও সমানভাবে প্রযোজ্য।
ভিসা স্থগিতের সিদ্ধান্তকে ‘সাময়িক পদক্ষেপ’ উল্লেখ করে সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ভিসা কার্যক্রম পুনরায় যাতে শুরু করা যায়, সে ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আন্তরিকতার সঙ্গে প্রচেষ্টা অব্যাহত রেখেছে।
- ট্যাগ:
- বাংলাদেশ
- ভিসা
- ভিসাহীন
- ভিসা বাতিল