মাথায় আছে মুখে আসছে না- এরকম কেনো হয়!

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ০২ নভেম্বর ২০২৩, ১৫:২৬

কথা বলার সময় পরিচিত শব্দ মনে পড়ছে না, তখন আমতা-আমতা করতে হয়।


এই রকম পরিস্থিতে প্রায় সবাই পড়েন। আর তখন বলেন, ‘পেটে আছে কিন্তু মনে পড়ছে না’ বা ‘মাথায় আছে মুখে আসছে না’। স্নায়ু-বিশেষজ্ঞরা একে বলছেন ‘টিপ-অপ-দ্য-টাং ফেনোমেনোন’।


“নির্দিষ্ট একটি তথ্য মনে রাখার পরও সেটা মনে করতে না পারলে এই পরিস্থিতির সৃষ্টি হয়”- মন্তব্য করেন যুক্তরাষ্ট্রের ‘ডেলওয়্যার কাউন্টি কমিউনিটি কলেজ’য়ের মনোবিজ্ঞানের অধ্যাপক ড. হেইলি নেলসন।


যে কারণে হয়


“মস্তিষ্কের যে অংশে তথ্য জমা থাকে সেখান থেকে মনে করার প্রক্রিয়াতে যোগাযোগহীনতার কারণে এই রকম পরিস্থিতির তৈরি হয়”- ওয়েলঅ্যান্ডগুড ডটকম’য়ে প্রকাশিত প্রতিবেদনে এভাবেই ব্যাখ্যা করেন ড. নেলসন।


মস্তিষ্কের গভীরে অবস্থিত ‘হিপোক্যাম্পাস’ অংশ বিভিন্ন তথ্য পাঠিয়ে কথা বলা থেকে শুরু করে নড়াচড়া, আবেগ শিক্ষা ইত্যাদি বিষয় নিয়ন্ত্রণ করে। এই অংশই বিভিন্ন বিষয় মনে রাখা ও স্মরণ করার ক্ষেত্রে কাজ করে মস্তিষ্কের বাইরের অংশ ‘নিওকর্টেক্স’য়ের সাথে মিলে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও