ইসরায়েল-ফিলিস্তিন সংঘাতের সমাধান দিলেন পোপ ফ্রান্সিস
জাগো নিউজ ২৪
প্রকাশিত: ০২ নভেম্বর ২০২৩, ১৫:১৪
ইসরায়েল এবং ফিলিস্তিনের মধ্যে সংঘাতের সহজ সমাধান দিয়েছেন প্রধান ক্যাথলিক ধর্মযাজক পোপ ফ্রান্সিস। তিনি বলেছেন, ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যকার সংঘাতের ইতি টানতে একমাত্র দ্বি-রাষ্ট্রীয় সমাধানই হতে পারে বুদ্ধিমানের কাজ।
ইতালির প্রচারমাধ্যম আরএআই-এর সঙ্গে আলাপকালে পোপ ফ্রান্সিস বলেন, জেরুজালেমকে বিশেষ মর্যাদা দিয়ে দুটি সু-সংজ্ঞায়িত রাষ্ট্র থাকতে হবে। তিনি বলেন, পবিত্র এই ভূমিতে যুদ্ধ-সংঘাত আমাকে আতঙ্কিত করছে। সেখানকার লোকজন এই সংঘাত কিভাবে শেষ করবে?