You have reached your daily news limit

Please log in to continue


বিশ্বের সবচেয়ে সাশ্রয়ী টেলিকম সেবা দিতে চায় ভারত

তথ্যপ্রযুক্তি খাতের উন্নয়নের সঙ্গে তাল মিলিয়ে পরিষেবার পরিধি বাড়াতে কাজ করছে বিশ্বের বিভিন্ন দেশ। এর অংশ হিসেবে ২০২২ সালে আনুষ্ঠানিকভাবে ফাইভজি নেটওয়ার্ক চালু করে ভারত। চালুর পর থেকে প্রতিনিয়ত এ নেটওয়ার্ক ব্যবহারকারীর সংখ্যা বাড়ছে। এবার বিশ্ববাজারে সবচেয়ে সাশ্রয়ী টেলিকম সেবা দেয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে দেশটি। ভারতের তথ্যমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব সম্প্রতি নিজ দেশের এমন কথা জানিয়েছেন। খবর ইটি টেলিকম। 

ইন্ডিয়া মোবাইল কংগ্রেস ২০২৩-এ গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে অশ্বিনী বৈষ্ণব বলেন, ‘সরকারি পর্যায় থেকে আমাদের অবস্থান খুবই পরিষ্কার। আমরা চাই বিশ্বের অন্যান্য দেশের তুলনায় ভারতের টেলিকম পরিষেবা সবচেয়ে সাশ্রয়ী হবে। সেই সঙ্গে এটি বলতে চাই, বর্তমানে বিশ্বের অন্যান্য বড় অর্থনীতির দেশগুলোর তুলনায় ভারতের টেলিকম খাত সাশ্রয়ী।’ 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন