শীতে কেন অর্গানিক লিপবাম ব্যবহার করবেন?

প্রথম আলো প্রকাশিত: ০২ নভেম্বর ২০২৩, ১০:২৩

আগে শুধু শীতে ফাটলেও এখন বছরজুড়েই ফাটে ঠোঁট। এ অংশে তেল গ্রন্থি না থাকায় এটা শুষ্কও দেখায় বেশি। ঠোঁটের ত্বক শরীরের অন্যান্য অংশের তুলনায় কোমল। ঠোঁটের চামড়া ওঠা, শুষ্ক হয়ে যাওয়া—এসব এখন প্রতিদিনের কাহিনি। তবে ঠোঁট ফেটে রক্ত বের হওয়া শুরু হলেই সমস্যা। এ ধরনের পরিস্থিতির আগাম সমাধান হচ্ছে, এখন থেকেই ঠোঁটের যত্ন নেওয়া শুরু করা। সামনের কয়েকটি মাস তাহলে শুষ্ক, রুক্ষ ঠোঁটের কবলে পড়তে হবে না।


ঠান্ডা আবহাওয়ার কারণে এ সময়ে পানি খাওয়া হয় কম। এটিই প্রথম সমস্যা। তাই পানি খাওয়া অব্যাহত রাখতে হবে। ভেতর থেকে পানিশূন্যতা না হলে শরীরের ওপরও এর ছাপ পড়বে না।


পরের যে ভুলটি করি, সেটা হলো, ঠোঁট শুকিয়ে গেলেই জিব দিয়ে ভিজিয়ে নিই। থুতুতে একধরনের অ্যাসিডজাতীয় উপকরণ থাকে, যাতে ঠোঁটের রং বদলে যায়। পাশাপাশি এটি ঠোঁটকে আরও বেশি শুষ্ক করে ফেলে। শিশুরা এটি বেশি করে, এটা না করার জন্য বোঝাতে হবে। জানালেন রূপবিশেষজ্ঞ আফরোজা পারভীন।


সবচেয়ে সহজ উপায় হলো, ঠোঁটে সব সময় লিপবাম বা লিপজেল লাগিয়ে রাখা। লিপবামের মধ্যে আর্দ্রতা বেশি থাকতে হবে। বাজারের অনেক লিপবাম থেকে সেটাই বেছে নিন, যেটায় কোনো সুগন্ধি নেই। সুগন্ধি না থাকা মানে–রাসায়নিক পদার্থ যোগ করা নেই। অর্গানিক অনেক লিপবাম এখন পাওয়া যাচ্ছে, তেমন কিছু কেনার পরামর্শ দিলেন রূপবিশেষজ্ঞরা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও