 
                    
                    বাংলালিংক টাওয়ার ব্যবহারে নেটওয়ার্ক ‘দুর্বলতা’ কাটাবে টেলিটক
                        
                            জাগো নিউজ ২৪
                        
                        
                        
                         প্রকাশিত: ০২ নভেম্বর ২০২৩, ০৯:৩২
                        
                    
                বাংলালিংক ও টেলিটকের চুক্তির মাধ্যমে মোবাইল অপারেটিং পদ্ধতিতে রোমিং যুগে প্রবেশ করলো বাংলাদেশ। পরীক্ষামূলকভাবে প্রথমবারের মতো এ সেবা চালু করা হয়েছে। এখন বাংলালিংকের ২০ হাজার ৬০০ টাওয়ার ব্যবহার করতে পারবে টেলিটক। এতে টেলিটকের নেটওয়ার্ক কোথাও দুর্বল হলে সেখানে বাংলালিংকের নেটওয়ার্ক ব্যবহার করতে পারবেন গ্রাহকরা।
টেলিটক কর্তৃপক্ষ জানিয়েছে, প্রথম পর্যায়ে দেশের নির্দিষ্ট কিছু এলাকায় পোস্টপেইড ভয়েস এবং এসএমএস সেবা পরীক্ষা করা হবে। পরে প্রিপেইড সেবা ও ডাটা পরীক্ষা করা হবে।
 
                    
                 
                    
                 
                    
                