কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

হরতাল-অবরোধে বাড়ছে উদ্বেগ, ব্যবসা-বাণিজ্যে ধস

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ০১ নভেম্বর ২০২৩, ২২:৪৬

করোনা ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবে এখনো ধুঁকছে গোটা বিশ্ব। ডলারের উচ্চমূল্য, মূল্যস্ফীতিতে টালমাটাল অর্থনীতি। বৈশ্বিক প্রভাব বেশ ভালোভাবেই টের পাচ্ছে বাংলাদেশও। রিজার্ভে টান, রপ্তানি আয়ে ভাটার পাশাপাশি নতুন করে উদ্বেগ-উৎকণ্ঠা বাড়াচ্ছে হরতাল-অবরোধ। জ্বালাও-পোড়াও আতঙ্কে ব্যবসা প্রতিষ্ঠান খুলতে পারছেন না ব্যবসায়ীরা। ঢাকার পাইকারি বাজারগুলোতে আসছেন না বাইরের ক্রেতা। সব মিলিয়ে তিনদিনেই অনেকটা স্থবির ব্যবসা-বাণিজ্য।


পুরান ঢাকার পাইকারি বাজার, স্থানীয় ব্যবসায়ী ও ফুটপাতের বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, কোনো কোনো ক্ষেত্রে তাদের বিক্রি বা অর্ডার কমেছে ৯০ শতাংশের বেশি। কোথাও আতঙ্ক নিয়ে দোকান খুললেও বিক্রি একেবারেই কম। শো-রুমে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এ অবস্থায় রাজনৈতিক দলগুলোকে শান্তিপূর্ণ কর্মসূচির আহ্বান জানিয়েছেন তারা।


সাধারণত দেশে হরতাল-অবরোধ হলে পণ্যের সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়ে। দোকানপাটে কমে যায় বেচা-বিক্রি। ব্যবসায়ীরা তাদের পণ্য সারাদেশে পৌঁছাতে পারেন না। সে কারণেও বিক্রিতে ভাটা পড়ে। আবার ক্রেতারাও ঝুঁকি নিয়ে পণ্য কিনতে বের হতে চান না।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও