রোহিঙ্গাদের পেছনে ব্যয় ৯৩৭৭ কোটি টাকা, ক্ষতি ২২০০ কোটি
ঢাকা পোষ্ট
প্রকাশিত: ০১ নভেম্বর ২০২৩, ১৯:০৩
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান বলেছেন, ২০১৭ সাল থেকে এ পর্যন্ত রোহিঙ্গাদের পেছনে ৯ হাজার ৩৭৬ কোটি ৫৪ লাখ ৭০ হাজার টাকা ব্যয় হয়েছে। এছাড়া, রোহিঙ্গাদের কারণে প্রাকৃতিক বনজ সম্পদ ও জীব-বৈচিত্রের সম্ভাব্য ক্ষয়ক্ষতির পরিমাণ ২ হাজার ২০৪ কোটি ৬৭ লাখ ৪৫ হাজার টাকা।
বুধবার (১ নভেম্বর) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে মোরশেদ আলমের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে প্রশ্নোত্তর টেবিলে উপস্থাপিত হয়।