কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

মুখে তিক্ত স্বাদ হওয়ার কারণ ও প্রতিকার

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ০১ নভেম্বর ২০২৩, ১৪:৫২

মাঝেমধ্যে মুখের মধ্যে তেতো ধাতব স্বাদ জেগে ওঠে। যাকে বলে ‘মেটালিক টেস্ট’।


এরকম স্বাদ অনুভূত হওয়ার নানান কারণের মধ্যে ভিটামিনের স্বল্পতা যেমন রয়েছে তেমনি হতে পারে কোনো রোগের পূর্বাভাস।


এই বিষয়ে ব্যাঙ্গলোরে অবস্থিত ‘ডা. বি. আর. আম্বেরকার মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল’য়ের ফার্মাকোলজি বিভাগে জ্যেষ্ঠ চিকিৎসক ডা. নয়না শেঠি বলেন, “মুখে ধাতব স্বাদ অনুভূত হওয়াকে বলা হয় ‘ডিসগুজিয়া’, যার মানে হল অন্যরকম স্বাদ অনুভূত হওয়া। এটা নিয়ে চিন্তার কিছু নেই।”


তবে ফার্মইজি ডটইন’য়ে প্রকাশিত প্রতিবেদনে তিনি সাবধান করে বলেন, “দীর্ঘদিন এরকম তিক্ত স্বাদ অনুভূত হলে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।”

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও