সিলেটে হরতাল-অবরোধে চলছে না দূরপাল্লার বাস, ট্রেন চলাচল স্বাভাবিক
দেশজুড়ে বিএনপির ডাকা অবরোধে গতকাল মঙ্গলবার সিলেটে এক যুবদল নেতাকে পুলিশ হত্যা করেছে অভিযোগ এনে আজ বুধবার সকাল-সন্ধ্যায় বিভাগের চার জেলায় হরতাল পালন করছে স্থানীয় যুবদল। হরতাল-সমর্থকেরা আজ সকাল সাড়ে আটটার দিকে দক্ষিণ সুরমার মোগলাবাজার এলাকায় একটি রেললাইনে আগুন দিয়েছেন।
আজ সকাল ৬টা থেকে ১০টা পর্যন্ত সরেজমিন দেখা গেছে, নগরের কদমতলী এলাকার কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে দেশের কোথাও কোনো দূরপাল্লার বাস ছাড়েনি। তবে ট্রেন চলাচল স্বাভাবিক ছিল। নগরে রিকশা, মোটরসাইকেল, সিএনজিচালিত অটোরিকশা, মাইক্রোবাস চলাচল করলেও, তা ছিল সীমিত পরিসরে। দোকানপাট খুব একটা খোলেনি। নগরের বিভিন্ন এলাকার পাশাপাশি ঢাকা-সিলেট মহাসড়কে পিকেটারদের তৎপরতা ছিল।
হরতাল-সমর্থকেরা দক্ষিণ সুরমার মোগলাবাজার এলাকার রেললাইনে আগুন দিয়েছেন জানিয়ে ওই এলাকার একজন বাসিন্দা প্রথম আলোকে বলেন, হঠাৎ ৯ থেকে ১০ জন যুবক এসে শুকনা গাছের ডাল জড়ো করে রেললাইনে আগুন ধরিয়ে দেন। এ সময় হরতাল ও অবরোধের সমর্থনে তাঁরা স্লোগানও দেন। ৩০ মিনিট পর আগুন দেওয়া যুবকেরা চলে গেলে একসময় আপনা-আপনিই আগুন নিভে যায়।