কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

গান চুরির প্রতিবাদে সোচ্চার শিলাজিৎ

ঢাকা পোষ্ট প্রকাশিত: ০১ নভেম্বর ২০২৩, ১০:০৮

ওপার বাংলার শিল্পী শিলাজিৎ মজুমদারের গান একবারের জন্যও শোনেননি, এমন বাঙালি হয়তো নেই বললেই চলে। তার অন্যতম এক জনপ্রিয় গান ‘লাল মাটির সরানে’। কিন্তু সেই গান নিয়ে চুরির অভিযোগ তুলে প্রতিবাদ জানিয়েছেন শিল্পী। 


একাধিক ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়, কিছু মানুষ ‘লাল মাটির সরানে’ গানটি প্রচলিত বলে দাবি করে নিজেদের ইউটিউব চ্যানেল থেকে আপলোড করছেন বলে অভিযোগ তুলেছেন শিলাজিৎ। তবে এখনই কোনও পদক্ষেপ নিচ্ছেন না তিনি। 


সামাজিক মাধ্যমে এ নিয়ে একটি পোস্টও দিয়েছেন শিলাজিৎ মজুমদার। লেখেন, ‘আমি অবাক হয়ে গেলাম দেখে কেউ কেউ এই গানটা গেয়ে প্রচলিত বলে ছাপ মেরে পাবলিশ করছে নিজের চ্যানেল থেকে। মেমোসাইড…? নাকি গুরুদেবদের কাছে শেখা, ঝেপে দাও তারপর ধরা পড়লে বলো জানতাম না। এই গানটার মধ্যে সাঁওতালি ভাষাতে যে দু-লাইন ‘এ দুলৌর মায়না… আমা ওরা ওকারে এ দুলোর ময়না তিগুন মেসেনা’ এটুকু লিখে দিয়েছিল নরেন হাঁসদা, সেটুকুও প্রচলিত নয়।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও