ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে আওয়ামী লীগ নেতাদের বৈঠক
ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বৈঠক করেছেন আওয়ামী লীগের দুই নেতা। মঙ্গলবার সন্ধ্যায় হাইকমিশনারের বাসায় এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে রাজনীতিতে সংঘাতময় পরিস্থিতি সমাধানে বিরোধীদের সঙ্গে সংলাপে বসতে ক্ষমতাসীন আওয়ামী লীগকে পরামর্শ দিয়েছেন ব্রিটিশ হাইকমিশনার সারাহ ক্যাথরিন কুক।
বৈঠকে আওয়ামী লীগের পক্ষে দলটি সভাপতিমণ্ডলীর সদস্য ফারুক খান ও আন্তর্জাতিক সম্পাদক শাম্মী আহমেদ উপস্থিত ছিলেন।
বৈঠক নিয়ে সামজিক সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) পোস্ট দিয়েছে ঢাকায় যুক্তরাজ্যের হাইকমিশন।
আওয়ামী লীগের আন্তর্জাতিক উপ কমিটির এক সদস্য আজকের পত্রিকাকে জানান, ব্রিটিশ হাইকমিশনার বাসভবনে আওয়ামী লীগের নেতারা প্রায় এক ঘণ্টা বৈঠক করেন। বৈঠক শেষে তাঁরা সেখানে রাতের খাবার খান।
আওয়ামী লীগের একটি সূত্র জানায়, বৈঠকে ব্রিটিশ হাইকমিশনার চলমান সংকট সমাধানে রাজনৈতিক দলগুলোর মধ্যে সংলাপ করার জন্য আওয়ামী লীগ নেতাদের পরামর্শ দেন। জবাবে আওয়ামী লীগ নেতারা বলেন, বিএনপির দাবি সংবিধান বহির্ভূত। তা নিয়ে সংলাপ বসার কোন সুযোগ নেই।