![](https://media.priyo.com/img/500x/https://tds-images-bn.thedailystar.net/sites/default/files/styles/big_202/public/images/2023/10/31/pm_-_2023-10-31t173836.290.jpg)
যেদিন ট্রাম্প-বাইডেন ডায়ালগ হবে, সেদিন আমিও ডায়ালগ করব: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, 'যেদিন ট্রাম্প আর বাইডেন ডায়ালগ করবে, সেদিন আমিও ডায়ালগ করব।'
আজ মঙ্গলবার বিকেলে গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকের এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এ কথা বলেছেন।
সংবাদ সম্মেলনে সাংবাদিক মঞ্জুরুল আহসান বুলবুল প্রশ্ন করেন, 'কোন বিদেশি শক্তি আমাদের চোখ রাঙাচ্ছে আমাদের সরকারের দিকে? নির্বাচন নিয়ে আমরা অনিশ্চয়তার মধ্যে আছি। নির্বাচন কি আদৌ হবে? বা যথাসময়ে হবে? নাকি জরুরি ব্যবস্থা আসবে?'
জবাবে প্রধানমন্ত্রী বলেন, 'নির্বাচন হবে যথাসময়েই হবে। কে চোখ রাঙাল আর কে চোখ বাঁকাল, আমরা তার পরোয়া করি না। কারণ অনেক সংগ্রাম করে ভোট ও ভাতের আন্দোলন করেই আমরা বাংলাদশে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছি।'
তিনি বলেন, 'গণতন্ত্র থাকলে, নির্বাচিত সরকার থাকলে, বিশেষ করে আওয়ামী লীগ সরকার থাকলে যে দেশের উন্নতি হয়, এটা আপনারা নিশ্চয়ই বিশ্বাস করেন।'