শিশুদের শেখ রাসেলের চেতনায় গড়ে তুলতে হবে : স্পিকার
ঢাকা পোষ্ট
প্রকাশিত: ৩১ অক্টোবর ২০২৩, ১৭:৩৫
জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, শেখ রাসেল ছিলেন নিষ্পাপ ফুলের মতো একজন শিশু। ছোটবেলা থেকেই তার মানসিকতায় ছিল মেধা ও মননের সমাহার। দীপ্তিময়, নির্মল, নির্ভীক ও দুর্জয় রাসেলের মন ছিল মানবিকতায় ভরা। বাংলাদেশের প্রতিটি শিশুকে শেখ রাসেলের চেতনায় গড়ে তুলতে হবে।
মঙ্গলবার (৩১ অক্টোবর) শেখ রাসেল দিবস উপলক্ষ্যে জাতীয় সংসদ সচিবালয়ের উদ্যোগে পার্লামেন্ট মেম্বার্স ক্লাব প্রাঙ্গণে আয়োজিত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
স্পিকার বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালির অধিকার প্রতিষ্ঠায় দীর্ঘদিন কারা অন্তরীণ থেকেছেন। এসময় ৮-১০টি শিশুর মতোই বাবার সান্নিধ্য পেতে চাইতেন রাসেল। তাই বাবাকে দেখতে রাসেলকে কারাগারে যেতে হতো। ঘাতকেরা মায়ের কাছে নিয়ে যাওয়ার কথা বলে শিশু রাসেলকে নির্মমভাবে হত্যা করেছিল।