![](https://media.priyo.com/img/500x/https://cdn.ajkerpatrica.net/contents/cache/images/720x0x1/uploads/media/2023/10/31/4c1bc9eee9ce50f91e821b5f1215e6a4-653ffdf191e15.jpg)
তেলেঙ্গানায় নির্বাচনী প্রচারণার সময় এমপিকে ছুরিকাঘাত
নির্বাচনী প্রচারণা চালানোর সময় ভারতের তেলেঙ্গানা রাজ্যের সংসদ সদস্য কোঠা প্রভাকর রেড্ডিকে ছুরিকাঘাত করেছে এক দুর্বৃত্ত। সোমবার প্রভাকর প্রচারণার জন্য এক ধর্মযাজকের বাড়ির দিকে অগ্রসর হওয়ার সময় তাঁর ওপর এ হামলা হয়।
তেলেঙ্গানার সিদ্দিপেট জেলায় এ ঘটনা ঘটেছে বলে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে উল্লেখ করা হয়।
ঘটনার সময় অজ্ঞাত এক ব্যক্তি প্রভাকরের দিকে এগিয়ে এলে প্রথমে ধারণা করা হয় তিনি হাত মেলাতে চাইছেন। কিন্তু হঠাৎ করেই তিনি ছুরি বের করেন এবং প্রভাকরের পেটে আঘাত করেন। নির্বাচনী প্রচারাভিযানে উপস্থিত বিআরএস কর্মীরা হামলাকারীকে তৎক্ষণাৎ ধরে ফেলে এবং মারধর করে।