দক্ষিণ কোরিয়ায় পুরস্কৃত ‘নকশিকাঁথার জমিন’
জাগো নিউজ ২৪
প্রকাশিত: ৩১ অক্টোবর ২০২৩, ১৫:৩৫
দক্ষিণ কোরিয়ার ১৪তম বুসান পিস ফিল্ম ফেস্টিভ্যালে বেস্ট ফিচার ফিল্ম পুরস্কার অর্জন করেছে ‘নকশিকাঁথার জমিন’। আকরাম খান পরিচালিত মুক্তিযুদ্ধভিত্তিক সিনেমাটি সরকারি অনুদানে নির্মিত হয়েছে। সিনেমাটির সহ প্রযোজনা করেছে টিএম ফিল্মস।
জানা যায়, প্রায় ৭০০ চলচ্চিত্র থেকে বাছাই করে ‘নকশিকাঁথার জমিন’সহ আটটি চলচ্চিত্র মনোনীত হয় শ্রেষ্ঠ কাহিনিচিত্রের প্রতিযোগিতা বিভাগে। ২৬ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত চলা এই উৎসবে ২৮ তারিখ কোরিয়ান সময় সকাল ১০টায় ‘নকশিকাঁথার জমিন’ প্রদর্শিত হয়। ২৯ তারিখে উৎসবের সমাপনী অনুষ্ঠানে চলচ্চিত্রটিকে শ্রেষ্ঠ কাহিনি চিত্রের পুরস্কার প্রদান করা হয়।