গাজায় ৩ সপ্তাহের শিশুমৃত্যুর হার ছাড়িয়ে গেছে গত ৪ বছরকে
গত চার বছরের প্রতি বছরে ফিলিস্তিনের গাজা উপত্যকায় যত সংখ্যক শিশু ও অপ্রাপ্তবয়স্ক নিহত হয়েছে, তার চেয়েও বেশি নিহতের ঘটনা ঘটেছে গত তিন সপ্তাহে। শিশুদের নিরাপত্তা ও অধিকার সংক্রান্ত বিভিন্ন ইস্যু নিয়ে কাজ করা আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (এনজিও) তাদের সর্বশেষ প্রতিবেদনে জানিয়েছে এ তথ্য।
সংস্থাটির তথ্য অনুযায়ী, গত ৭ অক্টোবর থেকে ২৮ অক্টোবর— মোট ২১ দিনে গাজা উপত্যকায় নিহত হয়েছে অন্তত ৩ হাজার ৩২৪ জন শিশু ও কিশোর-কিশোরী; আর পশ্চিম তীর এলাকায় নিহত শিশু-ও কিশোর-কিশোরীর সংখ্যা কমপক্ষে ৩৬। এছাড়াও গাজায় এখনও নিখোঁজ রয়েছে প্রায় ১ হাজার শিশু। উপত্যকাজুড়ে ছড়িয়ে থাকা ধ্বংস্তূপগুলোর নিচে তারা চাপা পড়েছে বলে ধারণা করা হচ্ছে।