সরকারি মূল্যের দ্বিগুণ দামে বিক্রি হচ্ছে আলু–পেঁয়াজ
দেড় মাস আগে দেশের বাজারে যখন প্রায় সব পণ্যের দাম নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছিল, বাণিজ্য মন্ত্রণালয় তখন মূল্য নিয়ন্ত্রণের লক্ষ্যে তিনটি নিত্যপণ্যের দাম বেঁধে দিয়েছিল। গত ১৪ সেপ্টেম্বর থেকে নির্ধারিত দামে আলু, দেশি পেঁয়াজ ও ডিম—এই তিন পণ্য বিক্রি হওয়ার কথা ছিল। কিন্তু সরকারি সংস্থা মাঠে নামিয়েও নির্ধারিত সেই দাম বাজারে কার্যকর করা যায়নি। উল্টো দেড় মাস পরে দাম এখন আরও বেড়েছে। বেঁধে দেওয়া দামের দ্বিগুণ মূল্যে বিক্রি হচ্ছে পেঁয়াজ ও আলু। ডিমের দাম দ্বিগুণ হয়নি, তবে দাম বেড়েছে।
সর্বশেষ দাম বেড়েছে পেঁয়াজ ও আলুর। গতকাল রোববার রাজধানীর শাহজাহানপুর, মালিবাগ, মগবাজার ও রামপুরা বাজার ঘুরে এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে, বাজারে প্রতি কেজি দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ১২৫ থেকে ১৩০ টাকায়।
দেশি পেঁয়াজের সরকার নির্ধারিত দাম প্রতি কেজি ৬৪ থেকে ৬৫ টাকা। মূলত আমদানি করা পেঁয়াজের মূল্যবৃদ্ধির কারণেই দেশের বাজারে সব ধরনের পেঁয়াজের দাম বেড়েছে। এই সময়ে বাজারে দেশি পেঁয়াজ সরবরাহ কম থাকায় আমদানি করা পেঁয়াজের ওপর বেশি নির্ভর করতে হয়।