বিএনপির মহাসমাবেশ ঘিরে সৃষ্ট ঘটনার সঙ্গে মার্কিন ক্যাপিটল দখলের মিল রয়েছে: ওবায়দুল কাদের

প্রথম আলো প্রকাশিত: ২৯ অক্টোবর ২০২৩, ২০:৩৬

বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে সৃষ্ট ঘটনাকে যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট ভবন ‘ক্যাপিটল বিল্ডিং’ দখলের সঙ্গে তুলনা করেছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, সেই দৃশ্যপটের সঙ্গে এই দৃশ্যপটের মিল রয়েছে। বিএনপির পরিকল্পিত এ ঘটনার সঙ্গে যুক্তরাষ্ট্রে ২০২১ সালের জানুয়ারি মাসে নিউ নাৎসি বাহিনী নামে পরিচিত সংগঠন কাউবয় ও গো কিপার্সের ক্যাপিটাল হিল দখলের সন্ত্রাসী, আগ্রাসী ঘটনার সঙ্গে মিল রয়েছে।


আজ রোববার রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের এসব কথা বলেন। গতকাল শনিবার বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে সৃষ্ট পরিস্থিতি নিয়ে কথা বলতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে আওয়ামী লীগ।


সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, বিএনপি চিরাচরিত সন্ত্রাসী ব্যবস্থায় ফিরে গেছে। বিএনপি গণতান্ত্রিক আন্দোলনের কথা বলে আসলে রাজনীতির সন্ত্রাসী ধারা বাস্তবায়নে গোপনে প্রস্তুতি নিয়েছে। তাদের ভয়ংকর রাজনীতির পুরোনো চেহারায় ফিরে আসতে সময় নিচ্ছিল। সময়মতোই তারা পরিকল্পিত ষড়যন্ত্রের পথ বেছে নিয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও