কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

জয়ার জোড়া সাফল্যের আনন্দ

প্রথম আলো প্রকাশিত: ২৯ অক্টোবর ২০২৩, ১৮:৩৯

পশ্চিমবঙ্গের সিনেমাপ্রেমীরা এখন ‘দশম অবতার’ জ্বরে আক্রান্ত। দুর্গাপূজায় মুক্তির পর মাত্র সাত দিনে ছয় কোটি রুপির বেশি আয় করেছে সৃজিত মুখার্জির সিনেমাটি। ছবির অন্যতম অভিনয়শিল্পী হিসেবে দর্শকের প্রাণ উজাড় করা ভালোবাসা পাচ্ছেন জয়া আহসানও।


স্থানীয় গণমাধ্যম ছবিতে তাঁর অভিনয়ের উচ্ছ্বসিত প্রশংসা করেছে। এত সাফল্যের মাঝে গতকাল শনিবার সন্ধ্যায় তাঁর সঙ্গে যখন কথা হচ্ছিল, তখন তিনি কলকাতায়। জানা গেল, কদিন ধরে ঠান্ডা ও জ্বরে আক্রান্ত তিনি।


‘দশম অবতার’ দিয়ে সৃজিত মুখার্জি ও জয়া আহসানের পাঁচ বছরের বিরতি ভাঙল। এর আগে এই পরিচালকের ‘রাজকাহিনী’ ও ‘এক যে ছিল রাজা’ সিনেমায় অভিনয় করেছিলেন জয়া। বিরতির পরের ফেরাটা জয়া দারুণভাবে রাঙিয়েছেন। ২০১৩ সালে আবর্ত দিয়ে কলকাতায় অভিনয় শুরু করা জয়ার ঝুলিতে এক দশকে জমা পড়েছে ১৬টি সিনেমা। প্রতিটি ছবিতে বরাবরই ভিন্ন সব চরিত্রে হাজির হয়েছেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও