![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2023-10%252F1b1b381e-229d-4f0b-818b-6a38c3b6a8fd%252F17987acc-9fc9-4865-82ce-0733c34d037d.jpg%3Fauto%3Dformat%252Ccompress%26fmt%3Dwebp%26format%3Dwebp%26dpr%3D1.0%26q%3D70%26w%3D640)
আরামবাগ থেকে নয়াপল্টনের পথে বিএনপির নেতা-কর্মীদের ছত্রভঙ্গ করেছে পুলিশ
রাজধানীর আরামবাগ থেকে নয়াপল্টনের পথে জড়ো হওয়া বিএনপির নেতা–কর্মীদের ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ। কাঁদানে গ্যাসের শেল ছুড়ে ও সাউন্ড গ্রেনেড দিয়ে তাঁদের সরিয়ে দেওয়া হয়। আজ শনিবার বিকেল পৌনে চারটার দিকে এ ঘটনা ঘটে।
আজ নয়াপল্টনে বিএনপির সমাবেশ ছিল। সমাবেশ শুরুর আগেই কাকরাইলে দুপুর থেকে বিএনপির নেতা–কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। সেই সংঘর্ষ পরে বিজয়নগর পানির ট্যাংকির এলাকায়ও হয়। পরে তা শান্তিনগরেও ছড়িয়ে পড়ে। বিজয়নগর ও শান্তিনগরে থেমে থেমে পুলিশের সঙ্গে বিএনপি নেতা–কর্মীদের সংঘর্ষ চলছে।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
১০ মাস, ৩ সপ্তাহ আগে
১০ মাস, ৩ সপ্তাহ আগে
১০ মাস, ৩ সপ্তাহ আগে
১০ মাস, ৪ সপ্তাহ আগে