চকলেট তখন পানীয় হিসেবে পান করা হতো
প্রথম আলো
প্রকাশিত: ২৮ অক্টোবর ২০২৩, ১৪:৩৭
চকলেটের চেয়ে রোমান্টিক আর কিছু নেই—আমেরিকান লেখক ও টেলিভিশন ব্যক্তিত্ব টেড অ্যালেন এমন রায় দিয়েছেন। মিরান্ডা ইনগ্রাম নামের এক লেখিকা তো আরেক কাঠি সরেস। তিনি বলেছেন, ‘ভাববেন না যে চকলেট ভালোবাসার বিকল্প। বরং ভালোবাসাই চকলেটের বিকল্প। এমনকি চকলেট একজন পুরুষের চেয়েও নির্ভরযোগ্য।’
কথাগুলো কিন্তু ফেলনা নয়। অভিমানে গাল ফুলিয়ে আছে প্রেমিকা। মুঠোভর্তি চকলেট দিন, দেখবেন মুখভর্তি হাসি ফুটে উঠেছে। শিশুদের কাছে চকলেট তো রীতিমতো অমৃতসমান। আসলে নারী-পুরুষ, বড়-ছোটনির্বিশেষে এই খাদ্যদ্রব্য খুবই জনপ্রিয়।