শস্যের বৈশ্বিক মজুদ কমার শঙ্কা সংকোচনের ঝুঁকিতে সরবরাহ
                        
                            বণিক বার্তা
                        
                        
                        
                         প্রকাশিত: ২৮ অক্টোবর ২০২৩, ১০:০৩
                        
                    
                ২০২৩-২৪ মৌসুমে বিশ্বব্যাপী খাদ্যশস্যের মজুদ পূর্বাভাস ৬০ লাখ টন কমিয়েছে ইন্টারন্যাশনাল গ্রেইন কাউন্সিল (আইজিসি)। চলতি মৌসুমের শুরুতে মজুদস্বল্পতা ও উৎপাদন কমার আশঙ্কায় বৈশ্বিক সমাপনী মজুদে টান পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, এ পরিস্থিতিতে খাদ্যশস্যের সরবরাহ যেমন সংকোচনের মুখে পড়বে, তেমনি তীব্র আকার ধারণ করবে খাদ্যনিরাপত্তা ও মূল্যবৃদ্ধির ঝুঁকি। খবর ওয়ার্ল্ড গ্রেইন ডটকম।
চলতি বছরের জুনে ২০২৩-২৪ মৌসুম শুরু হয়েছে, যা আগামী বছরের জুলাইয়ে শেষ হবে। সম্প্রতি ‘অক্টোবর গ্রেইন মার্কেট’ শীর্ষক প্রতিবেদনে আইজিসি জানায়, চলতি মৌসুমে খাদ্যশস্যের সমাপনী মজুদ দাঁড়াতে পারে ৫৮ কোটি ২০ লাখ টনে। নয় বছরের মধ্যে এটিই হতে যাচ্ছে সর্বনিম্ন সমাপনী মজুদ। এছাড়া গত মৌসুমের তুলনায় এ মুজদ ২ শতাংশ কমবে।