যে ম্যাচ বাংলাদেশের জন্য ‘ফাইনাল’
ইডেন গার্ডেনের সামনে সেই পরিচিত জটলা। টিকিটপ্রার্থীদের ভিড়। হইচই, চিৎকার, চেঁচামেচি। ম্যাচের আগের দিনের ইডেনের অবধারিত অনুষঙ্গ তুমুল বচসাও হচ্ছে। এসব উপেক্ষা করে মূল প্রবেশদ্বারের পাশের ফুটপাতে শুভজিৎ সাহা নামের এক তরুণ মন দিয়ে ছবি ঝোলাচ্ছেন ইজেলে। তাঁর নিজের আঁকা ছবিই। একটা ছবি একটা বাচ্চা কোলে হার্দিক পান্ডিয়ার। আরেকটা অবশ্যই সাকিব আল হাসানের।
অবশ্যই সাকিব। কারণ, পরদিন ইডেন গার্ডেনে এই বিশ্বকাপের প্রথম ম্যাচের একটা দল বাংলাদেশ। বিশ্বকাপের বৃহত্তর প্রেক্ষাপটে ম্যাচ হিসেবে খুব বড় নয়। তবে বাংলাদেশের জন্য অনেক বড়। বলতে পারেন ‘ফাইনাল’! আফগানিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচে জয়ের পর টানা চার পরাজয়ে ‘জেতা উচিত’ ট্যাগ লাগানো ম্যাচটার গুরুত্ব অনেক বেড়ে গেছে। ‘ফাইনাল’ মানে এই নয় যে এটা জিতলেই বাংলাদেশ বড় কিছু পেয়ে যাবে। যা পাবে, তা হলো পরের তিন ম্যাচে একটু উজ্জীবিত হয়ে নামার রসদ।