ধর্মশালায় অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের তীব্র লড়াইয়ের আশা
বিশ্বকাপে দুই তাসমান প্রতিবেশীর লড়াই আজ। কিছু ক্ষেত্রে বেশ মিল থাকায় নিউজিল্যান্ডের ক্রিকেটাররা প্যাট কামিন্সের কাছে ‘প্রতিবেশী’র চেয়েও বেশি কিছু—অনেকটা সতীর্থের মতো! সেমিফাইনালের সম্ভাবনা জিইয়ে রাখতে সেই কিউই ‘সতীর্থদের’ই আজ হারাতে চায় অস্ট্রেলিয়া।
দুই দল এরই মধ্যে পাঁচটি করে ম্যাচ খেলেছে। চারটি জিতেছে নিউজিল্যান্ড। তিনটি অস্ট্রেলিয়া। একটা জয় কম পাওয়ায় শেষ চারের দৌড়ে থাকার জন্য কিউইদের চেয়ে তাদের জয়টাই বেশি জরুরি। বিশ্বকাপে মুখোমুখি লড়াইয়ের পরিসংখ্যান অবশ্য এগিয়ে রাখছে তাদের। ১১ ম্যাচের ৮ টিতেই জিতেছে অস্ট্রেলিয়া। আজও জিততে চায় অজিরা। তবে ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে তাসমান প্রতিবেশীদের মধ্যে নিজেদেরই একটা ছায়া দেখতে পাওয়ার কথা বললেন কামিন্স, ‘আমি মনে করি, বেশির ভাগ কিউইরাই খুব শান্ত সেদিক থেকে খুবই মিল আমাদের সঙ্গে। এই কিউই ক্রিকেটারদের সঙ্গে আমরা অনেক ক্রিকেট খেলেছি। তাদের অনেকেই আবার সত্যিকারের ভালো সতীর্থ। আর এটাই জয়ের জন্য উদ্দীপ্ত করবে আপনাকে। তীব্র লড়াই হবে।’