You have reached your daily news limit

Please log in to continue


রাজনৈতিক পরিস্থিতি: এটা ঝড়ের আগে থমকে যাওয়া নাকি সমঝোতার আভাস

দলীয় সরকারের অধীন নির্বাচন বর্জনের বিষয়ে কঠোর অবস্থানে বিএনপি। দলটির আন্দোলন প্রতিরোধ করতে সর্বাত্মকভাবে প্রস্তুত ক্ষমতাসীন আওয়ামী লীগ। একই সঙ্গে যেকোনো মূল্যে দ্বাদশ সংসদ নির্বাচন অনুষ্ঠান সম্পন্ন করতে নানামুখী প্রস্তুতি নিচ্ছে সরকার। এমতাবস্থায় নির্বাচনের সময় যতই ঘনিয়ে আসছে, রাজনৈতিক পরিস্থিতি নিয়ে অনিশ্চয়তা, উদ্বেগ আর উৎকণ্ঠা ততই বাড়ছে। এরই মধ্যে আগামীকাল ২৮ অক্টোবর ঘিরে একটা উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছে।

অবশ্য সর্বশেষ যে পরিস্থিতি, তাতে প্রধান দুই দল ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্রগুলো ২৮ অক্টোবর বড় কোনো অঘটনের আশঙ্কা দেখছে না। কারণ, দুই দলের কেউই সংঘাতের সূত্রপাতকারী হিসেবে চিহ্নিত হতে চায় না।

এটাকে যুক্তরাষ্ট্রের ভিসা নীতির প্রভাব হিসেবে দেখছেন রাজনৈতিক পর্যবেক্ষকেরা। যদিও এই কর্মসূচি সামনে রেখে বিরোধীদলীয় নেতা-কর্মীদের গ্রেপ্তার ও মামলা অব্যাহত রয়েছে। ক্ষমতাসীন দলের নেতারা কঠোর হুঁশিয়ারি দিয়ে বক্তৃতা দিয়ে আসছেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন