বাংলাদেশের বিপক্ষে ড্রেসিং রুমেই নেদারল্যান্ডসের বড় শক্তি
২০১১ বিশ্বকাপের পর কোনো ওয়ানডে ম্যাচে মুখোমুখি হয়নি বাংলাদেশ, নেদারল্যান্ডস। মাঝের প্রায় এক যুগে কেবল টি-টোয়েন্টি খেলেছে দুই দল। আরেকটি বিশ্বকাপ দিয়ে ফের এক দিনের ম্যাচে লড়বে তারা। ম্যাচে নামার আগে নিজেদের ড্রেসিং রুমেই বড় শক্তির জায়গা দেখছেন নেদারল্যান্ডস অধিনায়ক স্কট এডওয়ার্ডস।
গত বছরের মে মাসের নেদারল্যান্ডসের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিয়েছেন রায়ান কুক। ডাচদের হয়ে কাজ শুরুর আগে ২০১৮ সালের জুলাই থেকে ২০২১ সালের নভেম্বর পর্যন্ত তিনি ছিলেন বাংলাদেশের ফিল্ডিং কোচ। বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে ম্যাচের আগে ড্রেসিং রুমে কুকের এই উপস্থিতি নিজেদের জন্য বড় সুবিধা মনে করছেন এডওয়ার্ডস।
কলকাতার ইডেন গার্ডেন্সে শনিবার মুখোমুখি হবে বাংলাদেশ ও নেদারল্যান্ডস। বাংলাদেশ সময় দুপুর আড়াইটায় শুরু হবে খেলা। দুই দলেরই প্রথম পাঁচ ম্যাচে জয় কেবল একটি। নেট রান রেটে কিছুটা এগিয়ে থাকায় আট নম্বরে বাংলাদেশ, তলানিতে নেদারল্যান্ডস।