![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2023-10%252F49f3ac28-d4b6-4841-8172-6b649accb0f3%252FCRICKET_ICC_MENS_WC_2023_BAN_PRACTICE_113009.jpg%3Frect%3D0%252C0%252C2727%252C1534%26auto%3Dformat%252Ccompress%26fmt%3Dwebp%26format%3Dwebp%26w%3D900%26dpr%3D1.1)
কাঁধের চোট ‘ম্যানেজ করেই’ খেলতে চান তাসকিন
প্রথম আলো
প্রকাশিত: ২৭ অক্টোবর ২০২৩, ১৫:৩৫
কাঁধের চোটের কারণে ভারতের বিপক্ষে খেলতে পারেননি। খেলতে পারেননি দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও। চোট গুরুতর না হলেও তাসকিন আহমেদকে নিয়ে ঝুঁকি নিতে চায়নি দল, জানিয়েছিলেন অধিনায়ক সাকিব।
কলকাতায় আজ সংবাদ সম্মেলনে নিজের চোট নিয়ে বিস্তারিত জানালেন তাসকিন। এই পেসার জানিয়েছেন, ব্যথা বেড়ে যাওয়ার কারণেই গত দুই ম্যাচে খেলতে পারেননি। কয়েক দিন বিশ্রাম শেষে এখন আবার মাঠে নামার জন্য প্রস্তুত এই পেসার।
কলকাতায় ইডেন গার্ডেনে আগামীকাল নেদারল্যান্ডসের বিপক্ষে খেলবে বাংলাদেশ। বিশ্বকাপে তাসকিন নিজের সেরাটা এখনো দিতে পারেননি। আফগানিস্তান, ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের বিপক্ষে খেলা প্রথম তিন ম্যাচ মিলে ওভারপ্রতি ৬.৩০ রান খরচ করে মাত্র ২ উইকেট নেন তাসকিন। এরপর ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচে খেলা হয়নি।