সমাবেশের তারিখ বদলের খবর ‘ভুয়া’: আওয়ামী লীগ

বিডি নিউজ ২৪ বায়তুল মোকাররম মসজিদ প্রকাশিত: ২৭ অক্টোবর ২০২৩, ১৪:৪৮

বায়তুল মোকাররম মসজিদ গেইটের সামনে আওয়ামী লীগের শনিবারের সমাবেশের তারিখ পরিবর্তনের যে খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়েছে, সেটি ভুয়া বলে জানানো হয়েছে ক্ষমতাসীন দলটির পক্ষ থেকে।


আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক সায়েম খান শুক্রবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিএনপি যে মিথ্যাচার, অপপ্রচার আর গুজবের রাজনীতি করে, আজকে একটা ভুয়া প্রেস রিলিজ তৈরি আবারও তা প্রমাণ করল।


“আগামীকাল যথাসময়ে আওয়ামী লীগের শান্তি সমাবেশ হবে, এটা নিয়ে একটি সংবাদ বিজ্ঞপ্তি আমরা গণমাধ্যমে পাঠিয়েছি।”


দলের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শনিবার দুপুর ২টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের উদ্যোগে শান্তি ও উন্নয়ন সমাবেশ অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথির বক্তব্য রাখবেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।


শনিবার নয়া পল্টনে বিএনপির এবং বায়তুল মোকাররমের দক্ষিণ গেইটে আওয়ামী লীগের সমাবেশের ঘোষণায় দেশের রাজনীতিতে চলছে নানা জল্পনা। অন্যদিকে সাধারণ মানুষ আছে উৎকণ্ঠায়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও