বিশ্বকাপের আসরে এ পর্যন্ত একমাত্র অপরাজিত দল ভারত। মাঠের পারফরম্যান্স বিবেচনায় বিশ্বকাপ জয়ের অন্যতম দাবিদার রোহিত শর্মার দল। এখন পর্যন্ত ৫টি ম্যাচের ৫টিতেই জয় পেয়েছে ভারত।
চেন্নাইয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে ছয় উইকেটের জয় দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করেছিল ভারত। এরপর আফগানিস্তান, পাকিস্তান, বাংলাদেশ এবং নিউজিল্যান্ডকে হারিয়েছে রোহিত-কোহলিরা।