হোঁচট খাচ্ছে জাতিসংঘ

বাংলা ট্রিবিউন প্রকাশিত: ২৭ অক্টোবর ২০২৩, ১৪:০৭

বিশ্বে শান্তি প্রতিষ্ঠা ও মানুষের মঙ্গলের জন্য ১৯৪৫ সালে জাতিসংঘ প্রতিষ্ঠা করা হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে বিশ্বব্যাপী শান্তি প্রতিষ্ঠার জন্য তৎকালীন ২৯টি দেশ জাতিসংঘ সনদে অনুস্বাক্ষর করে। এর প্রাথমিক লক্ষ্য ছিল— দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠা করা।


অর্থনৈতিক, সামাজিক ও মানবিক সমস্যা সমাধানে সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে সহায়তা বৃদ্ধি করা। এর প্রধান তিনটি ক্ষেত্র হচ্ছে— শান্তি ও নিরাপত্তা, টেকসই উন্নয়ন এবং মানবাধিকার ও মানবিক সহায়তা।


টেকসই উন্নয়নে কিছুটা অবদান রাখতে পারলেও শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠা এবং মানবাধিকার রক্ষায় ক্রমাগত হোঁচট খেয়েই চলেছে জাতিসংঘ। যেখানে জাতিসংঘ সব দেশের জন্য সর্বজনীন সংস্থা হওয়ার কথা ছিলে, সেখানে পঞ্চশক্তির (যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীন, ফ্রান্স ও রাশিয়া) হাতে অনেকটা জিম্মি হয়ে পড়েছে সংস্থাটি।


এ বিষয়ে সাবেক পররাষ্ট্র সচিব ও দিল্লি বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু চেয়ার মো. শহীদুল হক বলেন, ‘নিরাপত্তা পরিষদের অভ্যন্তরীণ রাজনীতির কারণে ক্রমাগত হোঁচট খাচ্ছে জাতিসংঘ। বর্তমানে সংস্থাটির অবস্থা দেখে মনে হয়, এর ব্যাপক সংস্কার প্রয়োজন।’


জেনেভাতে বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতিনিধি মো. আব্দুল হান্নান বলেন, ‘যেকোনও ধরনের যুদ্ধ থামানোর ম্যান্ডেট জাতিসংঘের আছে। কিন্তু বৃহৎ পাঁচটি শক্তির ভূ-রাজনৈতিক স্বার্থের কারণে জাতিসংঘ ওই ভূমিকা রাখতে পারছে না।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও