পরপর দুই সিনেমা মুক্তি পাওয়া স্বপ্নের চেয়েও বড় কিছু: রাকিব হোসেন ইভন
সম্প্রতি ‘ইতি চিত্রা’ সিনেমা দিয়ে বড় পর্দায় নায়ক হিসেবে অভিষেক হয়েছে রাকিব হোসেন ইভনের। সিনেমাটিতে তাঁর অভিনয় প্রশংসিত হয়েছে। ইতি চিত্রার আমেজ কাটিয়ে ওঠার আগেই আবারও প্রেক্ষাগৃহে আসছেন ইভন। আগামী ৩ নভেম্বর মুক্তি পাচ্ছে তাঁর নতুন সিনেমা ‘মেঘের কপাট’। বানিয়েছেন ওয়ালিদ আহমেদ। বড় পর্দার নতুন এ নায়কের সঙ্গে বিভিন্ন বিষয়ে কথা বলেছেন শিহাব আহমেদ।
‘ইতি চিত্রা’ দিয়ে বড় পর্দায় নায়ক হিসেবে যাত্রা শুরু করলেন। দর্শকের কেমন সাড়া পেলেন?
রাকিব হোসেন ইভন: প্রত্যাশার থেকেও বেশি। যাঁরাই সিনেমাটি দেখছেন, তাঁদের কাছ থেকে ইতিবাচক সাড়া পাচ্ছি। অনেকে আবার গঠনমূলক সমালোচনাও করছেন। এটা ভবিষ্যতের জন্য কাজে দেবে।
আগামী সপ্তাহে ‘মেঘের কপাট’ নামে আপনার আরও একটি সিনেমা মুক্তি পাচ্ছে। সিনেমাটি নিয়ে কিছু বলুন।
রাকিব হোসেন ইভন: এই সময়ের গল্পের সিনেমা মেঘের কপাট। আমাদের জীবনে যে ক্রাইসিস থাকে—পারিবারিক, মানসিক, সামাজিক কিংবা ব্যক্তিগত, সেগুলোই তুলে ধরা হয়েছে। সিনেমাটি দর্শকেরা যেমনি উপভোগ করবেন, তেমনি কখনো কখনো নিজেকে নিজের মুখোমুখি আবিষ্কার করবেন। আমার মনে হয়, প্রাপ্তমনস্ক অর্থাৎ যাঁরা নিজেদের নিয়ে ভাবতে পারেন, যাঁরা জীবনের গতিবিধি, উত্থান-পতন নিয়ে চিন্তাভাবনা করেন, তাঁরা সিনেমাটি বেশি উপভোগ করবেন। আগামী ৩ নভেম্বর মুক্তি পাচ্ছে সিনেমাটি।