You have reached your daily news limit

Please log in to continue


নিজের বায়োপিক তৈরি করবেন করণ জোহর!

পরিচালক হিসেবে সাফল্যের পর সঞ্চালকের ভূমিকায় ফিরেছেন করণ জোহর। শুরু হয়েছে ‘কফি উইথ কর্ণ’র অষ্টম সিজন। সেই অনুষ্ঠানের প্রথম পর্ব বেশ জনপ্রিয়তা অর্জন করেছে ইতিমধ্যেই। এবার কি নিজের বায়োপিক বানানোর পরিকল্পনা করছেন পরিচালক?

সম্প্রতি এক সাক্ষাৎকারে করণকে প্রশ্ন করা হয় তার বায়োপিক নিয়ে। পেশাগত জীবন হোক বা ব্যক্তিগত জীবন— চড়াই-উতরাইয়ের মধ্যে দিয়েই বিনোদন জগতে নিজেকে প্রতিষ্ঠা করেছেন করণ। তার বায়োপিক তৈরি হলে যে তা কম বর্ণময় হবে না, সে নিয়ে নিশ্চিত তার অনুরাগীরা। কিন্তু তার ভূমিকায় অভিনয় করবেন কোন অভিনেতা? করণকে এই প্রশ্ন করতেই তিনি উত্তর দেন, ‘রণবীর সিং!’ বলিপাড়ায় এত অভিনেতা থাকতে রণবীর সিং কেন? করণ বলেন, ‘রণবীর আমাকে খুব ভালো নকল করতে পারে। এমনকি, কফি উইথ কর্ণেও ও সবার মিমিক্রি করেছে। ও ভীষণ ভালো করতে পারে ওই কাজটা। যেকোনো চরিত্রে ও নিমেষেই মধ্যে ঢুকে যায়।’

‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ ছবিতে রণবীরের সঙ্গে কাজ করেছেন করণ। ছবির শুটিংয়ের নেপথ্যের দৃশ্য থেকে স্পষ্ট তাদের সমীকরণ। ‘কফি উইথ কর্ণ’-এর অষ্টম সিজনেও প্রথম পর্বে দীপিকা পাড়ুকোনের সঙ্গে হাজির হয়েছিলেন রণবীর সিং।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন