You have reached your daily news limit

Please log in to continue


মহাখালীর খাজা টাওয়ারে আগুন: ভবন থেকে পড়ে নারীর মৃত্যু

রাজধানীর মহাখালীর বহুতল ভবন খাজা টাওয়ারে আগুনের ঘটনায় এক নারী নিহত হয়েছেন। নিহত নারীর নাম হাসনা হেনা (২৭)। তিনি ওই ভবনের একটি প্রতিষ্ঠানে চাকরি করতেন।

আজ বৃস্পতিবার বিকেল পৌনে ৫টার দিকে মহাখালীর আমতলী এলাকার ১৪তলা ওই ভবনে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টার পাশাপাশি ভবনে আটকে পড়া লোকজনকে নামিয়ে আনতে শুরু করেন। এর আগেই ভবনের বিভিন্ন তলা থেকে নানাভাবে লোকজনকে নামার চেষ্টা করেন।

ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান শিকদার প্রথম আলোকে বলেন, ফায়ার সার্ভিস কর্মীরা গিয়ে দুজন নারীকে আহত অবস্থায় উদ্ধার করেন। তাঁদের মধ্যে একজনকে অচেতন অবস্থায় পাওয়া যায়। তিনি ভবন থেকে নামতে গিয়ে পড়ে আহত হয়েছিলেন। দ্রুত তাঁকে মহাখালীর মেট্রোপলিটন হাসপাতালে পাঠানো হয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন