কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

এক্সে এবার অডিও-ভিডিও কলও করা যাবে

প্রথম আলো প্রকাশিত: ২৬ অক্টোবর ২০২৩, ২০:২৮

খুদে ব্লগ লেখার ওয়েবসাইট এক্সে (সাবেক টুইটার) বার্তা বা ছবি প্রকাশের (পোস্ট) পাশাপাশি এবার অডিও-ভিডিও কলও করা যাবে। ব্যবহারকারীদের নতুন এ সুবিধা দিতে আনুষ্ঠানিকভাবে অডিও-ভিডিও কল সুবিধা চালুর ঘোষণা দিয়েছে এক্স। প্রাথমিকভাবে আইওএস অপারেটিং সিস্টেম ব্যবহারকারীরা এ সুবিধা ব্যবহার করতে পারবেন। শিগগিরই অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের জন্যও এ সুবিধা উন্মুক্ত করা হবে বলে জানিয়েছে এক্স।


জানা গেছে, প্রাথমিকভাবে শুধু অর্থের বিনিময়ে এক্স ব্যবহারকারীরা অডিও-ভিডিও কল করতে পারবেন। কল করতে না পারলেও সাধারণ ব্যবহারকারীরা অন্যদের করা কল গ্রহণ করে কথা বলতে পারবেন। নতুন এ সুবিধা ব্যবহারকারীদের যন্ত্রে চালু হলে এক্স অ্যাপের সেটিংসে ‘এনাবল অডিও অ্যান্ড ভিডিও কলিং’ নামের একটি টগল দেখা যাবে। টগলটি চালু করলেই অডিও-ভিডিও কল সুবিধা চালু হয়ে যাবে। ব্যবহারকারীরা চাইলে কোন কোন ব্যক্তি কল করতে পারবেন, তা–ও নির্বাচন করতে পারবেন। এর ফলে অপরিচিত বা অবাঞ্ছিত ব্যক্তিরা অডিও-ভিডিও কল করে বিরক্ত করতে পারবেন না।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও