গাজায় ছোট ছোট স্থল অভিযানের পেছনে যেসব কৌশল ইসরায়েলের
ফিলিস্তিনের গাজা উপত্যকার উত্তরাঞ্চলে বিভিন্ন এলাকায় গতকাল বুধবার রাতভর ট্যাংক নিয়ে অভিযান চালিয়েছে ইসরায়েলের বাহিনী। স্বল্প সময়ের এসব অভিযান শেষে আবার ইসরায়েলের ভূখণ্ডে ফিরে গেছে দেশটির সেনারা। বিশ্লেষকেরা বলছেন, উপত্যকাটিতে সর্বাত্মক স্থল হামলা শুরুর আগে এসব অভিযানের পেছনে কিছু কৌশল রয়েছে ইসরায়েলের। ইরাক যুদ্ধের সময় মার্কিন বাহিনীও একই কাজ করেছিল।
৭ অক্টোবর ফিলিস্তিনের স্বাধীনতা আন্দোলনের সশস্ত্র গোষ্ঠী হামাসের হামলার পর থেকে গাজায় অবিরাম বোমা হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। এই উপত্যকাটিতে সর্বাত্মক স্থল হামলা শুরু করতে সীমান্তজুড়ে ট্যাংকসহ ইসরায়েলি সেনাদের মোতায়েন করা হয়েছে। এরই মধ্যে গতকাল রাতে গাজার বিভিন্ন স্থানে অভিযান চালায় ইসরায়েলি বাহিনী। কয়েক দিন আগেও গাজায় ঢুকেছিল তারা।