কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

ঘাড়ের মেরুদণ্ডে অস্ত্রোপচার

প্রথম আলো প্রকাশিত: ২৬ অক্টোবর ২০২৩, ১৫:২৭

অস্ত্রোপচারের মাধ্যমে ঘাড়ের হার্নিয়েটেড বা ডিজেনারেটিভ ডিস্ক অপসারণ করা হয়। ঘাড়ব্যথার জন্য যখন ফিজিওথেরাপি বা ওষুধে কাজ না হয়, তখন এই সার্জারি করা হয়।


কেন করবেন


কশেরুকার ওপরে ডিজেনারেশন বা ক্ষয় হলে ডিস্ক পাতলা হয় ও শুকিয়ে যায়। এর ফলে মেরুদণ্ড সংকুচিত, অসাড় ও দুর্বল হয়ে যায়। মেরুদণ্ডের স্নায়ু ফুলে যায় ও ব্যথা হয়। সুস্থ ডিস্ক হাড়ের মধ্যে একটি নমনীয় কুশন হিসেবে কাজ করে, যা আমাদের ঘাড়কে বাঁকাতে ও ঘোরাতে সাহায্য করে।


ডিসসেক্টমির আক্ষরিক অর্থ ‘ডিস্ক কাটা’। এতে ক্ষতিগ্রস্ত ডিস্কের ধরনের ওপর নির্ভর করে একটি ডিস্ক (একক স্তর) বা তার বেশি (মাল্টিলেভেল) সরানো হয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও