![](https://media.priyo.com/img/500x/https://cdn.ajkerpatrica.net/contents/cache/images/720x0x1/uploads/media/2023/10/26/13817c3f8f3343510aae92ba7871aa06-6539eaff17b39.jpg)
ভোটের আগেই ৩৬৫টি বাড়তি পদ পাচ্ছে পুলিশ
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগেই পুলিশের পদোন্নতির জট খুলতে যাচ্ছে। এই জট খুলতে পুলিশের সাংগঠনিক কাঠামোতে ৩৬৫টি সুপারনিউমারারি পদ সৃষ্টি করা হচ্ছে। পদগুলোর মধ্যে আছে অতিরিক্ত আইজিপির ১০টি, উপমহাপরিদর্শকের (ডিআইজি) ৬৫টি, অতিরিক্ত ডিআইজির ১৪০টি এবং পুলিশ সুপারের (এসপি) ১৫০টি। এ-সংক্রান্ত প্রস্তাব জরুরি বিবেচনায় ‘প্রশাসনিক উন্নয়নসংক্রান্ত সচিব কমিটি’র বৈঠকে উপস্থাপন করতে গতকাল বুধবার মন্ত্রিপরিষদ বিভাগে চিঠি দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে এসব তথ্য।
সূত্রমতে, আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলনকক্ষে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেনের সভাপতিত্বে ওই বৈঠক হওয়ার কথা। বৈঠকের ২৬টি আলোচ্যসূচিতে পুলিশের সুপারনিউমারারি পদ সৃষ্টির বিষয়টি ঠাঁই না পেলেও বিবিধ হিসেবে প্রস্তাবটি তুলে অনুমোদন দেওয়া হতে পারে।