এখনো র্যাংকিংয়ে সেরা বাবর আজম
পাকিস্তানের অধিনায়ক বাবর আজম এখনো এক নম্বর ওয়ানডে ব্যাটসম্যান। আইসিসির হালনাগাদকৃত সবশেষ ওয়ানডে ব্যাটিং র্যাংকিংয়ে বাবর আজমের ৮২৯ রেটিং পয়েন্ট এবং শুভমান গিলের ৮২৩ রেটিং পয়েন্ট। তবে পাকিস্তানের অধিনায়ক বাবর আজমের ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছেন গিল। দুজনের মধ্যে পয়েন্টের পার্থক্য মাত্র ৬ রেটিং।
র্যাংকিংয়ে তিন লাফে তিন নম্বরে উঠে এলেন কুইন্টন ডি কক। চার ধাপ এগিয়ে চার নম্বরে অবস্থান নিলেন বিশ্বকাপে রীতিমতো তাণ্ডব চালানো হেনরিখ ক্লাসেন। বিরাট কোহলি ও ডেভিড ওয়ার্নার যথাক্রমে দুই ও তিন ধাপ করে এগিয়ে যৌথভাবে পাঁচে। দুজনের দখলেই এখন সমান ৭৪৭ রেটিং পয়েন্ট করে।
বাংলাদেশের ব্যাটারদের মধ্যে পিছিয়েছেন মুশফিক, সাকিব, লিটন। দুই ধাপ করে পিছিয়ে মুশফিক সর্বোচ্চ ২৪ ও সাকিবের অবস্থান ৪৪তম। লিটন দাস এক ধাপ পিছিয়ে এখন আছেন ৪৯ নম্বরে। তবে প্রোটিয়া ম্যাচে ১১১ রান করা মাহমুদউল্লাহ রিয়াদ দিয়েছেন লাফ, ৪ ধাপ এগিয়ে ৫২তম অবস্থানে। নাজমুল হোসেন শান্তও নেমে গেছেন এক ধাপ (৭২তম)।