কেন দাঁড়াতে পারছে না বাংলাদেশ

www.ajkerpatrika.com প্রকাশিত: ২৬ অক্টোবর ২০২৩, ১০:১৫

এই রেকর্ডটা বাংলাদেশ বাজিয়েছিল বিশ্বকাপ শুরুর আগে থেকে মুম্বাইয়ে দক্ষিণ আফ্রিকা ম্যাচের আগপর্যন্ত—লক্ষ্য তাদের সেমিফাইনাল। ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের কাছে হারের পর বলা হয়েছিল, বাকি ছয়টা ম্যাচের ছয়টাই তারা জিততে পারে। ভারতের কাছে হারের পর নিজেদের বাকি পাঁচটা ম্যাচই জেতার কথা শোনা গিয়েছিল। 


গত পরশু ওয়াংখেড়েতে প্রোটিয়াদের কাছেও বিধ্বস্ত হওয়ার পর সুর বদলেছে বাংলাদেশের। টানা চার হারের পর আগের মতো আর বলা যাচ্ছে না, ‘লক্ষ্য আমাদের সেমিফাইনাল’। গত পরশু অধিনায়ক সাকিব আল হাসান সুর বদলে বলেছেন, ‘যদি সেমিফাইনালে না উঠতে পারি, অন্তত পাঁচ-ছয়ে থেকে যেন শেষ করতে পারি। আশা করি ভালোভাবে ঘুরে দাঁড়াব আমরা।’ বিশ্বকাপে বাংলাদেশ ঐতিহাসিকভাবে তিনের চক্রে আটকা। ২০০৭ বিশ্বকাপ থেকে বাংলাদেশ নিয়মিত গড়ে তিনটি করে ম্যাচ জিতেছে। এই বিশ্বকাপের আগে বাংলাদেশের প্রধানতম লক্ষ্য ছিল সেই তিনের চক্র থেকে বেরিয়ে এসে সেমিফাইনালের স্বপ্ন উজ্জ্বল করা। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও