বড় সংস্কার নয়, অর্থ ছড়িয়ে অর্থনীতি চাঙা করতে চায় চীন
প্রথম আলো
প্রকাশিত: ২৫ অক্টোবর ২০২৩, ২২:৪৪
অর্থনীতি পুনরুদ্ধারে নতুন করে আর্থিক পদক্ষেপ নিতে যাচ্ছে চীন। মূলত ঋণ ও রাষ্ট্রীয় ব্যয় বৃদ্ধির মাধ্যমে অর্থনীতির হাল ফেরাতে চায় দেশটি, যদিও বিশ্লেষক ও অর্থনীতিবিদেরা বড় ধরনের সংস্কারের সুপারিশ করেছিলেন। চীন সেই পথে না হেঁটে বহুল ব্যবহৃত আর্থিক প্রণোদনার দিকে যাচ্ছে।
চীন সরকারের উপদেষ্টারা বাজেট ঘাটতির সীমা বৃদ্ধির পরামর্শ দিচ্ছেন। দেশটিতে বাজেট ঘাটতির সীমা ৩ শতাংশ। বিশ্লেষকেরা ২০২৪ সালের জন্য সেই সীমা বৃদ্ধির কথা বলেছেন। চীন সরকারের বিভিন্ন সূত্র ও অর্থনীতিবিদেরা রয়টার্সকে বলেছেন, সেটা হলে সরকার আরও বন্ড ছাড়তে পারবে এবং অর্থনীতির পালে হাওয়া লাগবে।