কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

বাংলাদেশকে ‘ঘরোয়া ক্রিকেটে’ মনোযোগ দিতে বলছেন আকরাম

প্রথম আলো প্রকাশিত: ২৫ অক্টোবর ২০২৩, ২০:৫৯

বাংলাদেশ ক্রিকেটের শুভাকাঙ্ক্ষী হিসেবেই পরিচিত ওয়াসিম আকরাম। বিশ্বকাপে বাংলাদেশ দলের পারফরম্যান্স তাতে তিনি কিছুটা হতাশই। পাকিস্তানের কিংবদন্তি এই বাঁহাতি ফাস্ট বোলার বাংলাদেশ ক্রিকেট দলের বিভিন্ন সমস্যা নিয়ে কথা বলছেন। কড়া সমালোচনা করতেও ছাড়ছেন না।
ওয়াসিম আকরাম এবারের বিশ্বকাপে পাকিস্তানের টেলিভিশন চ্যানেল ‘এ স্পোর্টসে’ বিশ্লেষক হিসেবে কাজ করছেন। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচের পর আকরামের মনে হচ্ছে, গত পাঁচ বছরে বাংলাদেশ সেভাবে কোনো ভালো ব্যাটসম্যান তৈরি করতে পারেনি। তিনি ক্রিকেটের প্রতি মানুষের আগ্রহ ও উন্মাদনাকে বিবেচনায় নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) ঘরোয়া ক্রিকেটের প্রতি মনোযোগ দিতে বলেছেন।
বাংলাদেশ দলের দুজন ব্যাটসম্যানের নাম উল্লেখ করে আকরাম বলেন, ‘এটা আমার কাছে খুব অদ্ভুত লাগে যে বাংলাদেশ সর্বশেষ পাঁচ বছরে কোনো ভালো ব্যাটসম্যান তৈরি করতে পারেনি। লিটন দাস অনেক বছর ধরেই খেলছেন, নাজমুল হোসেনও আন্তর্জাতিক ক্রিকেটে ৫০–৬০ ম্যাচ এরই মধ্যে খেলে ফেলেছে।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও