![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2023-10%252F2bc6a1b4-fd87-4967-954a-925b5fa3e7f9%252F334549160_572677894918908_7037038902407760027_n.jpg%3Fauto%3Dformat%252Ccompress%26fmt%3Dwebp%26format%3Dwebp%26dpr%3D1.0%26q%3D70%26w%3D720)
একসময় টয়লেট পরিষ্কার করতেন, পাকিস্তানি অভিনেত্রী এখন ৭৭ কোটি টাকার মালিক
প্রথম আলো
প্রকাশিত: ২৫ অক্টোবর ২০২৩, ২০:৫৭
পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী তিনি। বলিউডেও কাজ করেছেন। ‘রইস’ সিনেমায় তাঁর নায়ক ছিলেন শাহরুখ খান। এখন অনেক সম্পদের মালিক হলেও একসময় নানা সংগ্রাম করতে হয়েছে তাঁকে। ভারতীয় সংবাদমাধ্যম ডিএনএ অবলম্বনে ছবিতে ছবিতে জেনে নেওয়া যাক সে গল্প।
মাহিরা খান পাকিস্তানের সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া অভিনেত্রীদের একজন। সম্প্রতি তিনি দ্বিতীয় বিয়ের কারণে খবরের শিরোনামে। ২০০৬ সালে ভিডিও জকি হিসেবে ক্যারিয়ার শুরু করেন মাহিরা। জনপ্রিয় পরিচালক শোয়েব মনসুরের ‘বল’ সিনেমায় প্রথম সুযোগ পান। এ ছাড়া টিভি সিরিয়াল ‘হামসফর’ও তাঁকে পরিচিতি পাইয়ে দেয়
- ট্যাগ:
- বিনোদন
- অভিনেত্রী
- বলিউড
- মাহিরা খান