স্তনে যেসব লক্ষণ দেখলে সতর্ক হবেন
প্রথম আলো
প্রকাশিত: ২৫ অক্টোবর ২০২৩, ২০:২৪
অক্টোবর স্তন ক্যানসার সচেতনতার মাস। স্তন ক্যানসার বর্তমানে নারীদের অন্যতম প্রধান ক্যানসারে পরিণত হয়েছে। তাই প্রত্যেক নারীর সতর্কতা অবলম্বন করাটা জরুরি। একেবারে শুরুর দিকে স্তন ক্যানসারের উল্লেখযোগ্য লক্ষণ অনেক সময় প্রকাশ পায় না। তবে সময়ের সঙ্গে সঙ্গে এক বা একাধিক উপসর্গ পরিলক্ষিত হয়। স্তনের এসব অস্বাভাবিকতা বা পরিবর্তন একজন নারী নিজেই অনুভব করতে পারেন, তবে নিশ্চিত হওয়ার জন্য চিকিৎসকের শরণাপন্ন হওয়া উচিত। অধিকাংশ পরিবর্তন ম্যামোগ্রাম, এমআরআই বা আলট্রাসাউন্ডের মতো ইমেজিং–পদ্ধতির মাধ্যমেই সনাক্ত করা যায়।